গত কয়েকদিন ধরেই ইডি হেপাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। রবিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিককে, কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। কিন্তু ক্যামেরার সামনে আসতেই দেখা গেল, আগের মতো আর নেই তিনি। ঠিক ভাবে হাঁটতে পারছেন না। টলমল করছেন। একসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘বালু’ বলেই ফেললেন মরে যাব।
রবিবার কমান্ড হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকালে সিজিও থেকে যখন বনমন্ত্রীকে বের করে আনা হয় তখন দেখে মনে হচ্ছিল তিনি অসুস্থ। দু’জন আধিকারিক তাঁকে ধরে গাড়িতে তোলেন। আবার স্বাস্থ্য পরীক্ষার পর ফিরিয়ে আনা হয় ইডি দপ্তরেক। আসা-যাওয়ার পথে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর প্রশ্নের উত্তরে তিনি ক্ষীণ কণ্ঠে মন্ত্রীর উত্তর, ‘মারা যাব আমি…’। এরপরেও কয়েকটি কথা তিনি বলেছেন, কিন্তু কিছুই বোঝা যায়নি।
স্বাস্থ্য পরীক্ষা করে কম্যান্ড হাসপাতাল থেকে ফেরার সময়ও একই অবস্থা দেখা গেল জ্যোতিপ্রিয়র। তখনও একজন ইডি আধিকারিক তাঁকে ধরে ধরে গাড়ি থেকে নামান। নিয়ে যান সিজিও-র ভেতরে। যাওয়ার পথে বালু বলেন, ‘আমার শরীর অত্যন্ত খারাপ। প্রায় মৃত্যু শয্যায় আছি।’ বিড়বিড় করে আর কী বললেন ঠিক শোনা যায়নি।
রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে আগে বারবার বলতে শোনা গেছে, ‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’ এও দাবি করেন যে, তিনি মুক্ত। আগামী ১৩ নভেম্বর ইডি হেফাজত শেষে ফের তাঁকে আদালতে তোলা হবে। জ্যোতিপ্রিয় দীর্ঘদিন ধরেই সুগারের অসুখে ভুগছেন। ইডি গ্রেফতার করার পর আদালতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেও ভর্তি করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশও দিয়েছে আদালত।