লোকসভায় ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন নওশাদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: লোকসভা ভোটে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়তে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকার ছাতনির ফুটবল মাঠে রক্তদান শিবির ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিজেই।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ভাতা ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাতার নাম করে তিনি ভোট নিতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের বিষয় মানায় না।’ পাশাপাশি তিনি মঞ্চ থেকে বিজেপি নেতা অমিত শাহের পুত্র জয় শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করে বলেন, ‘হিন্দুদের উপকার করতে এসে অমিত শাহর ছেলে জয় শাহ নিজের ১৫ গুণ সম্পত্তি বাড়িয়ে নিয়েছেন। অন্যদিকে মুসলিমদের বাঁচাব বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি রকেটের গতিতে বাড়িয়ে নিয়ে গিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =