অ্যাম্বুল্যান্স চালকদের বিক্ষোভ মেডিক্যাল হাসপাতাল ও মর্গে

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: একাধিক দাবি নিয়ে শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে বিক্ষোভ দেখালেন অ্যাম্বুল্যান্স চালকরা। শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শন নয়, শনিবার থেকে কর্মবিরতির ডাক দেন অ্যাম্বুল্যান্স চালকরা। তাঁরা দীর্ঘক্ষণ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের বিক্ষোভ চালিয়ে যান।
অ্যাম্বুল্যান্স চালক কবিরুল ইসলামের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলেও, ছ’ বছরে শুধুমাত্র একবারই মিলেছে ইনক্রিমেন্ট। দুর্গাপুজো ও দীপাবলিতে তাঁরা কোনও বোনাস পাননি। সঠিক সময়েও তাঁদের বেতন দেওয়া হয় না। তাই তাঁরা সমস্ত অ্যাম্বুল্যান্স চালকরা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভে নামেন। কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের সঙ্গে কথা বলছে, ততক্ষণ তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =