নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গত এপ্রিল মাসের ১৪ তারিখ বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিয়েছেন ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ৩৫টি আসন জয়লাভ করবে বিজেপি। সে জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ২৩টির বেশি আসন পাবে বিজেপি।’ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫টি আসনের টার্গেট দিয়েছেন, সেখানে সৌমিত্র খাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কি অমিত শাহর বার্তা কর্ণপাত করছেন না বঙ্গ বিজেপি নেতৃত্ব, তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ।
এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল জানান, আগে ওদের মত ঠিক করুক। অমিত শাহ বলছে ৩৫টা আর সৌমিত্র বলছে ২৩টা পাবে। বাংলায় যে ভাবে উন্নয়ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে ৪২ টার মধ্যে ৪২টা আসনই তৃণমূল পাবে বলে জানান তিনি।