যুদ্ধের জন্য বীজহীন বেগুন চাষ পর্যবক্ষেণে হুগলিতে আসতে পারছেন না ইজরায়েলি বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদন, হুগলি: বীজহীন বেগুন ফলবে বাংলার বুকে। আগেই উদ্যোগ নিয়েছিল হুগলি জেলা উদ্যান পালন দপ্তর। এই বিশেষ সবজি চাষে ব্যবহার করা হচ্ছে ইজরায়েলি প্রযুক্তি। সেদেশের প্রযুক্তিবিদ ও কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে শুরু হয় চাষ। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি,চেরি, টমেটো, ক্যাপসিকাম, লেটুস চাষও চলছে। ঝড়বৃষ্টির পাশাপাশি প্রখর রোদ থেকে বাঁচতে পলি হাউস তৈরি করে পরীক্ষামূলক চাষ চলছে। ইজরায়েল থেকে বিশেষজ্ঞরা এসে এদেশের কাজ খতিয়ে দেখার কথা ছিল। কিন্তু হামাস-ইজরায়েল যুদ্ধে সে পথে বাধা পড়েছে। আসতে পারছেন না ইজরায়েলি বিশেষজ্ঞরা। চিন্তায় পড়েছেন হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের কর্মীরা।
হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা বলেন,‘ ইজরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ডিটেলড প্রজেক্ট তৈরি করা হয়েছিল। সেদেশের প্রযুক্তিবিদরা এসে আমাদের কাজ দেখবেন বলেছিলেন। কিন্তু যুদ্ধের কারণে কাজে বাধা পড়েছে। আমরা ওনাদের সঙ্গে ইমেল ও ফোনে যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ওনারা আসবেন বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =