রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হবে না, হাওড়ায় বললেন সীতারাম ইয়েচুরি

হাওড়া: ‘রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা হবে না।’ লোকসভা ভোটের আগে শুক্রবার হাওড়ার সিপিএমের জেলা পার্টি অফিসে একটি দলীয় সভাতে এসে এমনই মন্তব্য করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বিরোধী ২৬ টি দলের ইন্ডিয়া জোট। যদিও তারপর থেকেই তৃণমূলকে জোটের সঙ্গী করা নিয়ে বাম, কংগ্রেসের নিচু তলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ, বঙ্গে তৃণমূলের সঙ্গে সিপিএম বা কংগ্রেস কারও সম্পর্কই ভালো নয়। ফলে এই জোটের ক্ষেত্রে বঙ্গে লড়াই কীভাবে হবে, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এনিয়ে শুরু থেকেই একটা বিভ্রান্তি ছিল।
সেই বিভ্রান্তি এখনও দলের উচ্চ স্তরেও রয়েছে সেটাই আরেকবার স্পষ্ট হল সিপিএমের জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্যে। শুক্রবার হাওড়ার সিপিএমের জেলা পার্টি অফিসে একটি দলীয় সভাতে এসে সেই অবস্থান নিয়েই মন্তব্য করেন ইয়েচুরি। তিনি বলেন, ‘রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা হবে না। যদিও কেরলে কংগ্রেসের বিরুদ্ধে বিধসনসভাতে আমরা দু’বার জিতেছি, কংগ্রেস ফের লোকসভাতে ২০ টি সিটের মধ্যে ১৯ টি সিটে আমাদের হারিয়েছে। তাও আমরা কংগ্রেসের সঙ্গে জোটে আছি। লোকসভা নির্বাচন আসতে এখনও সময় আছে, আর এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হবে।’
এছাড়াও ইয়েচুরি দাবি করেন, ‘ দেশের সার্বভৌমত্ব ও কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বকীয়তা বজায় রাখতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। তাই আমরা এই কাজে যারা তৈরি আছে তাদেরকে এই জোটে আহ´ান করেছি। এটাই হবে প্রথম কাজ। রাজ্যেও বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে স্বাগত। পরে কি হবে সেটা পরে দেখা যাবে।’
ইয়েচুরি আরও দাবি করেন, ‘আইএসএফ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হবে আসন সমঝোতা নিয়ে। বিজেপি অনেকদিন ধরেই দিল্লিতে দোস্তি, কেরলে কুস্তি নিয়ে প্রচার করছে । এটা নিয়ে জনতা জবাব দেবে। তৃণমূল একটা অসৎ ও অগণতান্ত্রিক দল। এরা কোনোদিন বিজেপির স্থান কোনোদিন নিতে পারবে না। তাই তারা যদি জোটে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাগত জানাচ্ছি। যদিও রাজ্যের ক্ষেত্রে বিজেপির স্থান একমাত্র বাম-সহ আমাদের জোট নিতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =