নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: মোটর সাইকেলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারে একটি মুদিখানা দোকানের টিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে গেলেন দুই বাইক আরোহী। তড়িঘড়ি দুই বাইক আরোহীকে আরামবাগ হাসপাতালে উদ্ধার ভর্তি করা হলে, সেখানেই সোমবার মৃত্যু হয় ওই দু’জনের। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের। রবিবার রাত ১১টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মাধবডিহি থানার উচালন দীঘিরকোন এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও মাধবডিহি থানার পুলিশ জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে পাঠান। মৃত দুই যুবকের নাম তুষার রায় (২৩), বাড়ি একলক্ষ্মীর সাঁকো এলাকায়। অপরজনের নাম সুভাষ পণ্ডিত (২২), বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার বামনিয়া দক্ষিণপাড়া এলাকায়। এলাকাবাসী তরুণ দত্ত জানিয়েছেন, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ বামনিয়ার দিক থেকে একটি মোটর সাইকেলে দু’জন প্রচণ্ড গতিতে এসে উচালন দীঘিরকোন মোড়ে একটি বন্ধ মুদিখানা দোকানের ভিতরে দরজা ভেঙে ঢুকে যান। দোকানের সিমেন্টের পিলার পর্যন্ত ভেঙে যায় ধাক্কার জোরে। আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর।