নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া:বাঁকুড়ার কোতুলপুরে এবার ড্যামেজ কন্ট্রোলে নামছে বিজেপি! সূত্রের খবর, আগামী ১ নভেম্বর কোতুলপুরে আয়োজিত বিজেপির দলীয় কর্মসূচিতে হাজির থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগেই কোতুলপুরের পদ্ম বিধায়ক হরকালী প্রতিহার শিবির বদলে যোগ দেন তৃণমূলে। লোকসভা ভোটের মুখে যা রীতিমতো বিজেপিকে বেকায়দায় ফেলে দিয়েছে বলেই মত রাজনীতিবিদদের। সেই ড্যামেজ কন্ট্রোলের জন্যই বিরোধী দল নেতার এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, বিরোধী দলনেতার এই সফরসূচির খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ করেছে তৃণমূল।
রাজনৈতিক মহলের ধারণা, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে দলের বিধায়কের শিবির বদলের প্রভাব যাতে কোনও ভাবে দলের নিচু তলার কর্মীদের মনোভাবে ধাক্কা না দেয়, তার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তাই বিধায়কের দলবদলের পরই তড়িঘড়ি কোতুলপুরে বিজয়া সম্মেলনের আয়োজন করে বিজেপি। সূত্রের খবর, সেই সম্মেলনে হাজির থেকে খোদ শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের চাঙ্গা করার বার্তা দিতে পারেন। কোতুলপুরের যে মোহিতি ময়দানে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই সম্মেলনের মাঠ এদিন পরিদর্শন করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
বিরোধী দলনেতার এই সফরের খবর চাউর হতেই একে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, হরকালী প্রতিহার বিপুল সংখ্যক অনুগামীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় এলাকায় বিজেপির ভীত নড়বড়ে হয়ে গিয়েছে। এখন শুভেন্দু অধিকারী এসেও কিছু করতে পারবেন না। মানুষ নির্বাচনে বিজেপিকে প্রত্যাখান করার জন্য মুখিয়ে রয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে এই সম্মেলনের অনুমতির জন্য বিজেপির তরফে জেলা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে কোনও হেভিওয়েট হাজির থাকার কথা উল্লেখ নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই কর্মসূচির কোনও অনুমতি দেওয়া হয়নি।