মরাঠা সংরক্ষণের উত্তাপে পুড়ল এনসিপি বিধায়কের বাড়ি

মরাঠা সংরক্ষণ ইস্যু নিয়ে উত্তপ্ত মহারাষ্ট্র। এই উত্তাপেই পুড়ল এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়ি। প্রসঙ্গত, মরাঠা সংরক্ষণের দাবিতে অনশন আন্দোলন চালাচ্ছেন মনোজ জারাঙ্গে পাটিল। তাঁকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরেই এদিন হামলা হয়েছে এনসিপি বিধায়কের বাড়িতে।

সোমবার বিধায়কের বাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা। বিধায়কের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তবে বিধায়ক এবং তাঁর পরিবারের লোকেরা অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়ি।  বাড়িতে হামলার পর সংবাদ সংস্থা এএনআইকে এনসিপি বিধায়ক জানিয়েছেন, ‘হামলার সময় আমি বাড়ির ভিতরেই ছিলাম। ভাগ্যের জোরে পরিবারের সদস্য ও কর্মীরা কেউ আহত হননি। আমরা অক্ষত থাকলেও বিপুল ক্ষতি হয়েছে সম্পত্তির।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =