তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ

শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে শিক্ষকদের দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। মাইক্রোসফ্ট ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে শিক্ষা দপ্তর স্কুল শিক্ষকদের এই প্রশিক্ষণ দেবে। সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ‘প্রোফেশনাল ডেভেলপমেন্ট অফ স্কুল টিচার্স এমআইই এক্সপার্ট এডুকেটর প্রোগ্রাম অ্যান্ড হাইব্রিড লার্নিং ৩.০ ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে দু’দিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত এক লক্ষ শিক্ষক সেখানে অংশ নেবেন। স্কুলের প্রধানশিক্ষকদেরও এই প্রশিক্ষণে অংশ নিতে হবে। পাঁচটি ভাগে ৩০ অক্টোবর সোমবার থেকে ১২ নভেম্বর দফায় দফায় সব জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নির্দেশিকায় জানানো হয়েছে, ৩০-৩১ অক্টোবর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম ও ঝাড়গ্রামের স্কুলগুলিতে প্রশিক্ষণ চলবে। ১২ নভেম্বর পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় এই প্রশিক্ষণ হবে। এই দিনগুলিতে কেবলমাত্র স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।প্রধানশিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করা হয়েছে। ৩-৪ নভেম্বর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলার স্কুলগুলির প্রধানশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৬-৭ নভেম্বর মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম ও ঝাড়গ্রামের স্কুলের প্রধানশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৮-৯ নভেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার স্কুলগুলির প্রধানশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =