ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য হতাশার খবর। প্রয়াত দেশের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী। ৭৭ বছরে মৃত্যু হল তাঁর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্পিন বোলিংয়ে বিপ্লব এসেছিল তাঁর হাত ধরেই। দেশের সেরা বাঁ হাতি স্পিনার বলা হয় তাঁকে। বছর দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন বেদী। সেবার সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু এ দিন কিংবদন্তি স্পিনারকে হারাল ভারতীয় ক্রিকেট।
দু-বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। অস্ত্রোপচারও করানো হয়। কিংবদন্তি স্পিনারকে এ বার হারাল দেশ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৯৪৬ সালে অমৃতসরে জন্ম বিষেণ সিং বেদীর। ভারতীয় ক্রিকেটের সোনালী সময়ের চার স্পিনার এরাপল্লী প্রসন্ন, ভগবৎ চন্দ্রশেখর, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন এবং বিষেণ সিং বেদী। ১৯৬৬ থেকে ১৯৭৮, এক য়ুগের বেশি সময় দাপট দেখিয়েছেন বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদী। তর্কাতীত ভাবে দেশের সেরা বাঁ হাতি স্পিনার। দেশের হয়ে ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছিলেন বেদী। ১০টি ওডিআইতে নিয়েছেন ৭ উইকেট।
বিষেণ সিং বেদী ওডিআই ক্রিকেট খেলেছিলেন মাত্র ১০টি। তবে ওডিআই ফরম্য়াটে দেশের প্রথম জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনিই। ১৯৭৫ সালের বিশ্বকাপে প্রথম বার ওডিআই জেতে ভারত। ইস্ট আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে ৮টি মেডেন এবং মাত্র ৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন বিষেণ সিং বেদী। টেস্ট ক্রিকেটে ১৪ বার ফাইফার এবং এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছিলেন। অবসরের পরও নানা ভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯০ সালে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ম্যানেজার ছিলেন বিষেণ সিং বেদী। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচন কমিটিতেও ছিলেন। মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। বেদীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া।