নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সাফাই অভিযানে নামল বিষ্ণুপুর পুরসভা। সেই অভিযানে সামিল হয়ে ঝাঁটা হাতে রাস্তা সাফাই করলেন বাঁকুড়ার খোদ জেলাশাসক এন সিয়াদ।
বাঁকুড়া জেলায় গত কয়েক সপ্তাহ আগে পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ডেঙ্গুর সংক্রমণ। এখন সেই ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে লাগাতার প্রচার অভিযান চালাচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন। আজ বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে বিশেষ সাফাই ও প্রচার অভিযান শুরু হয় বিষ্ণুপুর শহরে। শহরের পুরসভা থেকে রাসমঞ্চ পর্যন্ত বিশেষ এই অভিযানে জেলাশাসক ছাড়াও সামিল ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই অভিযানে ঝাঁটা হাতে রাস্তা সাফাই করতে দেখা যায় বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদকে। রাস্তার ধারে থাকা প্রতিটি ব্যবসায়ীকে এদিন পুরসভার তরফে একটি করে ডাস্টবিন তুলে দেওয়া হয়। জেলাশাসকের দাবি, এদিনের অভিযান থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে।