কলকাতা: বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। সোমবার সকালে এই নিয়ে কিছু ক্ষণের জন্য হই-হট্টগোল পড়ে গেল বিধানসভা ভবনের ভিতর। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। আচমকাই কাঁপতে শুরু করল বিধায়কের হাত-পা।
নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁকে নিয়ে যাওয়া হয় বিধায়ক তাপস রায়ের ঘরে। ডাকা হয় বিধানসভার চিকিৎসককে। কিন্তু তার পরও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় কল্লোলকে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসক। সোমবার এই ঘটনাটি ঘটে দুপুর দেড়টা থেকে পৌনে দুটোর মধ্যে , বিধানসভা অধিবেশন চলাকালীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর পর তাপসই যোগাযোগ করেন এসএসকেএম হাসপাতালে। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাকাশি পাড়ার বিধায়ককে। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তাঁর চিকিৎসা চলছে সেখানেই।