নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ঝুলন্ত অবস্থায় বর্ধমানের খোশবাগানের এক নামী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি। আরও দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই চিকিৎসক। মৃতের নাম ড. সুমিত খটিক। বাড়ি বর্ধমান থানার অন্তরগর্ত ইন্দ্রকানন এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগদ মৃত্যু হয় চিকিৎসকের। ওই চিকিৎসকের বর্ধমানের খোশবাগানে একটি চেম্বারও আছে। পরিবারের লোক খবর পায় সন্ধে ৭টা নাগাদ বাড়িতে ফিরে। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। তবে কী কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন, তা এখনও পরিবিরের লোকের কাছে অজানা। সোমবার মৃতদেহ ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও অনেকে বলছেন এর পেছনে কোনও রহস্যজনক ঘটনা রয়েছে। আদৌ কি তিনি আত্মহত্যা করেছেন না তাঁকে মারা হয়েছে, সেই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান সদর থানা পুলিশ।
অন্যদিকে সোমবার ওই চিকিৎসকের বাবা নির্মল চন্দ্র খটিক তাঁর পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মানসিক নির্যাতন করে তাঁর ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন তাঁর পুত্রবধূ।