সংস্কারের অভাবে বহুদিন ধরে বেহাল দশায় পরিণত টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ‘খড়দা কবরস্থান’। বিষয়টি ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের নজরে আনেন খড়দা বড় মসজিদ কমিটির সভাপতি রাজু খান । কবরস্থান সংস্কারের জন্য সাংসদ তহবিলের ৫০ লক্ষ টাকা তিনি বরাদ্দ করেন। শুক্রবার সেই বেহাল কবরস্থান সংস্কারের কাজ শুরুর সূচনা করলেন সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদ বলেন, বহুদিন ধরেই কবরস্থানটির কোনও উন্নয়ন হয়নি। কবরস্থানের ভেতরে জল জমে যায়। কবরস্থান সংস্কারের জন্য তিনি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেন। তিনি আরও জানান, লাইব্রেরী-সহ বড় মসজিদের পাশে একটি মাদ্রাসা করার প্রস্তাব দিয়েছে মসজিদ কমিটি। আগামীদিনে সেই প্রস্তাবও তিনি বাস্তবায়িত করবেন। অপরদিকে খড়দা বড় মসজিদ কমিটির সভাপতি রাজু খান বলেন, কবরস্থানে রাস্তা নেই। জলনিকাশির ব্যবস্থা নেই। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সাংসদের প্রদেয় অর্থ দিয়ে কবরস্থানটিকে সাজিয়ে তোলা হবে। এদিন হাজির ছিলেন টিটাগড় পুরসভার উপ-পুরপ্রধান মহম্মদ জলিল, টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী-সহ বিশিষ্ট জনেরা।