আসানসোল-দুর্গাপুরে নজরদারির জন্য বিশেষ বুলেট বাহিনী ‘রক্ষক’

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত এলাকায় নজরদারির জন্য গঠন করা হল বিশেষ বাহিনী, যার নাম দেওয়া হয়েছে রক্ষক। দু’টি বেসরকারি সংস্থা তাদের সিএসআর প্রকল্পে ১৫টি বুলেট আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের হাতে তুলে দেয়। এই বুলেটে করে পুলিশের বিশেষ বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি করবে। এদিন ফ্ল্যাগ অফ করে এই বাহিনীর উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর-পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।
সিপি বলেন, ‘অপরাধ দমনের জন্য এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে যারা সারাদিন বিভিন্ন এলাকার অলিতে গলিতে নজরদারি করবে। কোথাও কোনও অপরাধ সংগঠিত হওয়ার খবর পেলে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছবে।’ উল্লেখ্য, রবীন্দ্রভবনের বাইরে এই অনুষ্ঠানটি হওয়ার আগে আসানসোল রবীন্দ্রভবনে বিভিন্ন থানার পুলিশ আধিকারিক, দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, দূষণ নিয়ন্ত্রণ বিভাগের প্রতিনিধি ও পুজো উদ্যোক্তাদের বৈঠক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =