সাঁতরাগাছির আন্ডারপাসে বৃষ্টিতে জল জমে বন্ধ যান চলাচল, খেলায় মেতেছে বাচ্চারা

হাওড়া: তিন দিন ধরে চলছে বৃষ্টি। তার জেরেই জল জমতে জমতে পুকুরে পরিণত হয়েছে সাঁতরাগাছি এলাকার গড়পা আন্ডারপাস। পরিস্থিতি এমন, যে গাড়ি ডুবে যাওয়ার ভয়ে সেখান দিয়ে যাতায়াত বন্ধ। শুধু কোনওসময় বড়দের হাত ধরে বাচ্চারা সে রাস্তায় এসে পড়লে, পোয়া বারো হচ্ছে ক্ষুদেদের। জমা জল দেখে এলাকার বাচ্চাদের কেউ কেউ সেখানে খেলায় মাতছে।
অথচ নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সাঁতরাগাছির কাছে গরপা আন্ডারপাসটি বছরখানেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয়েছিল । সেই আন্ডারপাসের এ হেন দশায় বিরোধীরা কটাক্ষের সুর চড়াচ্ছে। নতুন তৈরি হওয়া এই আন্ডারপাসে জমা জল বের করিয়ে দেওয়ার উপায় না থাকায়, এই অবস্থা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই জল জমলেই প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় এই রাস্তা। শনিবার বিকেল থেকে সম্পূর্ণ বন্ধ আন্ডারপাস। অগত্যা সাঁতরাগাছি মোড় থেকে দুই লেনের রাস্তাতেই চলছে যানবাহন চলাচল। মঙ্গলবার থেকে দু’টি পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চলছে। যদিও প্রশ্ন উঠছে নতুন আন্ডারপাস তৈরি হলেও জল নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা কেন কাজ করছে না। আন্ডারপাসের এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দা সইদুল মণ্ডল অভিযোগ করে বলেন, ‘উদ্বোধনের পর থেকে এই আন্ডারপাসের এটাই চিত্র। অল্প বৃষ্টি হলেই ডুবে যায়। এক মানুষ সমান জল। আমি নামলে ডুবে যাব।’
এলাকার এক বাসিন্দা শেখ আতিউর রহমান অভিযোগ করে বলেন, ‘আন্ডারপাসে জল নিষ্কাশনের কোনও ব্যবস্থা নেই। পাশের রাস্তার জল নেমে এখানে এসে জমছে। বৃষ্টি হলেই জল ভর্তি হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের হয়রানির মুখে পড়তে হয়। এই আন্ডারপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সাঁতরাগাছিতে যানজট কমাতেই এই আন্ডারপাস তৈরি হয়েছিল। প্রশাসনের কোনও উদ্যোগ নেই।’
আন্ডারপাস বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপার করতে যথেষ্ট হয়রানির মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বাড়ছে সাঁতরাগাছির পুরাতন রাস্তায় যানজট। যে জন্য এই আন্ডারপাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ভাবেই ব্যর্থ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, জমা জলে পোয়া বারো এলাকার বাচ্চাদের। কেউ কেউ সোলার প্যাড জলে ভাসিয়ে তার উপরে শুয়ে সাঁতার কাটছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এটাকে প্রশাসনের ব্যর্থতা বলেই মনে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি বলেন, ‘ নির্দিষ্ট পরিকল্পনা না করেই জল নিষ্কাশনের ব্যবস্থা না করেই এই আন্ডারপাস তৈরি হল। মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। এই আন্ডারপাস দিয়ে হাজার হাজার গাড়ি চলে। এটা অপরিকল্পিত ভাবে নির্মাণ কাজ করার মাধ্যমে জনগণের টাকা লুট হওয়ার উদাহরণ। যেখানে এত বিপুল সংখ্যাতে গাড়ি চলাচল করে সেখানে জল জমলে কি পরিস্থিতি হয় সেটা বোঝাই যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =