দিল্লিতে নাকি ১০ লক্ষ লোক যাওয়ার কথা, দেখব কত লক্ষ লোক ভাইপোর ডাকে গেছে : শুভেন্দু

রবিবার সকালে উত্তর হাওড়ায় প্রধানমন্ত্রীর ডাকে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তৃণমূলের ‘মনরেগা কর্মসূচিকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জোর করে দিল্লিতে লোকেদের নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লিতে নাকি ১০ লক্ষ লোক যাওয়ার কথা, কালকে আমরা দেখতে চাই কত লক্ষ লোক ভাইপোর ডাকে গেছে। কলেজের ইউনিয়নের সদস্য সেও উড়োজাহাজে চড়ে যাচ্ছে। পোড়া বিড়ি যাদের জুটত না, গিঁট দেওয়া টায়ারের সাইকেল যারা চালাত তারাও উড়োজাহাজে দিল্লি যাচ্ছে। এটা কি বাংলা তৈরি হয়েছে। গোটা তৃণমূল মানেই প্রতিষ্ঠিত চোর। রাজ্যের সব বাজারে ছোট ছোট অফিস খুলে রেখেছে, পুর নিগম ৫ টাকা পেলে তৃণমূল ১০ টাকা পায়। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সংস্থা খোলা হয়েছে।’

পাশপাশি শুভেন্দু আরো বলেন, ‘কেন্দ্রীয় আবাস যোজনাতে পঞ্চাশ লক্ষ বাড়ি প্রধানমন্ত্রী বাংলাতে দিয়েছেন। যার মধ্যে চুরি ও দুর্নীতির জন্য ১১ লক্ষ বাড়ি আটকে আছে।’
এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের চাকরি প্রার্থীদের দেখা করতে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘দিল্লির লোকেরা জানে এখানে কি হচ্ছে। তাই নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।’

পাশপাশি ক্লাবে দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গে শুভেন্দু অভিযোগ করে বলেন, ‘প্রথমে দেওয়া ১৫ হাজার ক্লাবের মধ্যে ৭ হাজার ক্লাব ভুয়ো। ওই টাকা তৃণমূলের লোকেরা ঝেড়ে দিয়েছে। মালকিন ৭০ হাজার টাকা দিচ্ছে দেখে এখনকার লোকেরাও হাওড়ার ক্লাবদের অনুদান দিচ্ছেন। হিন্দুদের দুর্গাপুজোকে উনি সামাজিক উৎসবে পরিণত করতে চাইছেন। তাই ক্লাব প্রতিষ্ঠানে টাকা দিয়ে উনি কিনতে চাইছেন।’ পাশপাশি দিল্লির কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু খোঁচা দিয়ে বলেন, ‘যন্তরমন্তরে আপনারা এপাং অপাং ঝপাং সারাদিন যা খুশি করুন। কিন্তু বাইরে এসে অসভ্যতা করলে সেখানে বিনীত গোয়েল, মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠী নেই। ওখানে দিল্লি পুলিশ আছে। আর দিল্লি পুলিশের লাঠি ৬ ফুট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =