পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন তরুণ ভারত

অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-পাকিস্তান। রুদ্ধশ্বাস ম্যাচ হবে, এমনটাই প্রত্যাশিত। সিনিয়র টিম হোক বা জুনিয়র, এখন যেন ভারত-পাকিস্তান ফুটবল মানেই একপেশে ম্যাচ। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতের সিনিয়র ফুটবল টিম। টুর্নামেন্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। আজ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলও পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে নিল। কাঠমান্ডুতে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথমার্ধে শুধুই অপেক্ষা। দ্বিতীয়ার্ধে ঝড়। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ব্লু কোল্টসরা। ম্যাচের ৬৪ মিনিটে মাংলেথাং কিপেনের গোলে এগিয়ে যায় ভারত। প্রথম গোল পেতেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতীয় আক্রমণ ভাগ। ৮৫ মিনিটে আরও একটা গোল। এ বারও মাংলেথাং কিপেন। ২-০ এগিয়ে যাওয়ায় ভারত এবং ট্রফির মধ্যে শুধুই কিছু সময়ের ফারাক। অ্যাডেড টাইমে স্কোরলাইন ভারতের পক্ষে ৩-০ করেন জ্ঞামসার গোয়ারি। তিন গোলে অষ্টম বার যুব সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত। প্রথম গোলের আগে বেশ কিছু সুযোগ তৈরি করে ভারত। পাকিস্তান ডিফেন্সে অনবরত চাপ তৈরি করতে থাকে। যদিও কাঙ্খিত জয়ের দেখা পেতে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। ভারতীয় আক্রমণের চাপে মরিয়া হয়ে ওঠে পাক ডিফেন্সও। জোড়া হলুদ কার্ড তথা লাল কার্ডও দেখেন তাদের এক ডিফেন্ডার। ১০ জনে হওয়ায় পাকিস্তানের চাপ আরও বাড়ে। ম্যাচের সেরা হয়েছেন মাংলেথাং কিপেন। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কারও ভারতের ঝুলিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =