মহিলাদের দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। দিনের প্রথম পদকটিও আসে শুটিং থেকে। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। এ দিন আরও একটি সোনা এসেছে শুটিংয়ে। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতেছেন সিফট কউর সামরা। সোনা জেতার পাশাপাশি বিশ্বরেকর্ড করেন সিফট। এর আগে চলতি বছরই বাকুতে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৬৭.০ স্কোর করে রেকর্ড গড়েছিলেন ব্রিটেনের সিয়োনাইড ম্যাকিনটোশ। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সিফট।