১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিন ভারতকে জল থেকে রুপো এনে দিলেন নেহা ঠাকুর । এ বারের এশিয়ান গেমসে সেইলিংয়ে এটি ভারতের প্রথম পদক। এবং এশিয়াডের তৃতীয় দিন এটি ভারতের প্রথম পদক। ১৭ বছর বয়সী ভারতীয় সেইলর নেহা ঠাকুর মহিলাদের ডিঙ্গি ILCA4 ইভেন্টে ১১টি রেসিংয়ে মোট ৩২ পয়েন্ট অর্জন করেন। অবশ্য সার্বিকভাবে তাঁর অর্জিত পয়েন্ট দাঁড়ায় ২৭। তাতেই রুপো পেয়েছেন ভারতীয় সেইলর নেহা ঠাকুর। মহিলাদের ডিঙ্গি ILCA4 ইভেন্টে থাইল্যান্ডের নপ্পাসোর্ন খুনবুঞ্জান ১৬ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন। এবং সিঙ্গাপুরের কেইরা মারি কার্লাইল ২৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। মোট ১১টি রেসের মধ্যে নেহা ঠাকুর পঞ্চম রেসে ৫ পয়েন্ট পান। সেটি ছিল তাঁর প্রাপ্ত সবচেয়ে কম পয়েন্ট। যে কারণে, তাঁর মোট পয়েন্ট ৩২ হলেও সার্বিক পয়েন্ট দাঁড়ায় ২৭-এ। ভোপালের জাতীয় সেইলিং স্কুল থেকে উঠে এসেছেন ভারতের তরুণ সেইলর নেহা ঠাকুর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের দেওয়াস জেলার আমলাতাজ গ্রামে। নেহার বাবা পেশায় চাষি। ভারতীয় রাইজিং সেইলর নেহা অবশ্য লাইমলাইটে আসেন ২০২২ সালের মার্চে। তিনি আবু ধাবিতে হওয়া এশিয়ান সেইলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই পদকের সুবাদে তিনি হানঝাউতে চলতি এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ বেশ কাজে লাগালেন নেহা। এবং এশিয়াডের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন। নেহার সাফল্য দেখে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া সাইট X এ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।