‘অপদার্থ পুরনিগম’!বেহাল নিকাশি ও জমা জলের প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের

হাওড়া: বৃষ্টির মরশুমে তো কথাই নেই, বৃষ্টি না হলেও একটানা মাসের পর মাস জল জমেই থাকে হাওড়ার বেনারস রোড সংলগ্ন একাধিক এলাকাতে। দিনের পর দিন ওই জমা জল ঠেলেই যাতায়াত করতে হয় আটথেকে আশি সকলকেই। জমা জলের এই বিড়ম্বনার অভিযোগকে সামনে রেখেই বিক্ষোভে ফেটে পড়েন উত্তর হাওড়ার ১০ নম্বর ওয়ার্ডের সীতানাথ বোস লেনের বাসিন্দারা। মঙ্গলবার বেলাতে তারা রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ বছরের পর বছর ধরেই এই চিত্র এলাকাতে। কেন তারা এই পরিস্থিতি ভোগ করবেন তাই নিয়েই প্রশ্ন তোলেন বাসিন্দারা।

ওই এলাকার বাসিন্দা শ্রেয়সী দত্ত অভিযোগ করে বলেন ,’ আমি ২০১৯ সালে ফ্ল্যাট কিনে এখানে এসেছি। বর্ষাকালে জল জমে সকলেই জানি। সেই জল একদিন দুইদিনে নেমে যায়। প্রায় মাসের পর মাস জল জমে থাকে এখানে। বর্ষাকালে শুকনো রাস্তা আজ পর্যন্ত দেখতে পাইনি। এলাকার বিধায়ক গৌতম চৌধুরী বলেছিলেন পাম্পিং স্টেশন চালু করে জল নামানোর ব্যবস্থা করে দেবেন। পাম্পিং স্টেশন হলেও সেই মোটর চালালে ফের জল ঘুরপথে রাস্তায় চলে আসে ও জলে ডুবে যায় রাস্তা।’

অপর এক বাসিন্দা স্মৃতি দাস বলেন,’ ২২ দিন ধরে জল জমে আছে। সেই জল দিয়েই যাতায়াত করতে হয়। পৌর নিগমের কাছে কোনো সমাধান নেই এই সমস্যার।’

যদিও পুরনিগমের ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘ বেলগাছিয়াতে বজ্য ফেলার জায়গাতে কাজ চলার দরুন নিকাশি নালার সাময়িক সমস্যা হয়েছে। যেটা পুজোর আগেই ঠিক করে দেওয়া হবে। এর জন্যই জল জমেছে। না হলে বর্ষা শুরু হওয়ার পর থেকে বেনারস রোড সহ তৎসংলগ্ন এলাকাতে জল জমলেও তা নেমে গেছে। ‘

যদিও প্রশাসকের বক্তব্যকে মানতে নারাজ বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি অভিযোগ করে বলেন, ‘ পুরনিগমের ব্যর্থতা নিয়ে মানুষ বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। এরা দিশাহীন। এদের কাছে কোনো নীল নকশা নেই, যার মাধ্যমে জল নিকাশি থেকে জল জমা মোকাবিলা এরা করতে পারবে। আজকে বেনারস রোডে মানুষ রাস্তায় নেমেছে এবার অন্য এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে।’

দীর্ঘ দুই ঘণ্টার মতো রাস্তা বন্ধ থাকার পর পুলিশ, প্রশাসনের আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয় বাসিন্দারা। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ফের তারা আন্দোলনে নামবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =