ওডিআই বিশ্বকাপের আগে হঠাৎ চাপে বাবর আজমরা। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা ১০ দল এখন প্রস্তুতিতে ব্যস্ত। এরই মাঝে ভারতের ভিসা পেলেন না বাবর আজমরা। বিশ্বকাপের আগে গ্রিন আর্মি দুবাইয়ে গিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিল। যা আপাতত বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ইএসপিএনক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ী, ভারতের ভিসা না পাওয়ায় দুবাই ট্রিপ বাতিল করতে বাধ্য হয়েছে পাক ক্রিকেট টিম। বিশ্বকাপের আগে ভারতের মাটিতে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথাও পাকিস্তানের। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, পাক ক্রিকেটাররা করাচিতে রয়েছেন। আগামী সপ্তাহে হায়দরাবাদে আসবেন। ২০১২-১৩ মরসুমের পর এই প্রথম ভারতে আসছে পাক ক্রিকেট টিম। ভারতের মাটিতে বিশ্বকাপ সফরে আসার আগে দুবাইতে এক সপ্তাহ পাকিস্তানের সব ক্রিকেটারদের বন্ডিং বাড়ানোর পরিকল্পনা ছিল। তা আপাতত ভেস্তে গিয়েছে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজমের পাকিস্তানের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের সেই ওয়ার্ম আপ ম্যাচ হবে। নিরাপত্তাজনিত কারণে এই ওয়ার্ম আপ ম্যাচ হবে রুদ্ধদ্বার। ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাবর আজমের পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বর্তমানে বেঙ্গালুরুর আলুরে এক শিবির করছে ডাচরা। ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগেভাগেই নেদারল্যান্ডসের ক্রিকেটাররা এখানে চলে এসেছেন। জানা গিয়েছে, পাকিস্তান ছাড়া যে ৮টি দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে, তারা ভিসা পেয়ে গিয়েছে।