লোকসভার পর রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হল মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ধ্বনিভোটে পাশ হল মহিলা সংরক্ষণ বিল। রাজ্যসভার ২৪৫ জন সাংসদের মধ্যে ২১৫ জন এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি। অর্থাৎ বলা যায়, সর্ব্বসম্মতিতেই পাশ হল মহিলা সংরক্ষণ বিল। এবার কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। মহিলাদের আসন সংরক্ষণের ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে সমস্ত রাজনৈতিক দল যেভাবে স্বাগত জানিয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানানোর জন্য সকল সাংসদ ও বিরোধীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন,  ‘মহিলা সংরক্ষণ বিলে সকল সাংসদ প্রথমেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। এর জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই বিল দেশের প্রত্যেক জনগণের মনে একটা নতুন আত্মবিশ্বাস জাগ্রত করবে। মহিলাদের সম্মান দিতে আমরা সকল সাংসদ ও সকল রাজনৈতিক দল মিলে একটা বড় ভূমিকা নিয়েছি। এই বিল পাশ হওয়ার মাধ্যমে নারীশক্তিকে এক বিশেষ সম্মান পেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fifteen =