চেন্নাইয়ে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পরলেন পরিচালক সন্দীপ রায়। ধীরে ধীরে শরীর বেশি খারাপ হওয়ায় তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন তিনি। শুধু সন্দীপ রায় নন, গোটা ইউনিটকে ফিরে আসতে হয় কলকাতায়। প্রাথমিক অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান পরিচালক।
কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্ট ‘নয়ন রহস্য’ অবলম্বনে এবার ছবি তৈরি করতে চলেছেন সন্দীপ রায়। ‘হত্যাপুরী’-র পর ফের ফেলুদার গল্প বাংলা ছবির দর্শককে উপহার দেওয়ার প্রস্তুতি চলছে। সেই ছবিরই শ্যুটিং চলছিল চেন্নাইয়ে। গত সপ্তাহেই কাস্ট অ্যান্ড ত্রু« নিয়ে শহর ছেড়েছিলেন পরিচালক। কিন্তু, শ্যুটিং শুরুর কয়েকদিন পর থেকেই শুরু হয় কাশি। এরপর ধীরে ধীরে শরীরটা বেশ খারাপ হতে শুরু করে তাঁর। প্রাথমিক পর্যায়ের অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হতে পারেন বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায়। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কলকাতায় ফিরে আসতে হয় ‘নয়ন রহস্য’-এর পুরো ইউনিটকে। তবে সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি ‘নয়ন রহস্য’-এর সিংহভাগ শ্যুটিংই হয়ে গিয়েছে। পুরো কাজ শেষ হতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে। তার জন্য আরও একবার চেন্নাই যেতে হবে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। বড় পর্দায় ফের ফেলুদাকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন বাঙালি দর্শক। ব্যোমকেশ, ফেলুদার মতো চরিত্রগুলো বাঙালির আবেগ। তাই যতবার সেলুলয়েডে এই চরিত্রগুলো ফিরে আসে দর্শকও আবেগে ভেসে যায়।