কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন দাসুন শানাকার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নেমেছিল ভারত। ১০ উইকেটে টিম ইন্ডিয়া এশিয়া কাপ ফাইনালে জিতেছে। ম্যাচের শেষে প্রেস কনফারেন্স করেন রোহিত শর্মা। সেখানে হঠাৎই বাধা পড়ে। কিন্তু কেন? আসলে তিনি এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় বাইরে থেকে বাজির বিরাট আওয়াজ পান। সেই সময় ভারতের এশিয়া কাপ জয়ের সেলিব্রেশন চলছিল। এ দিকে রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এখানে এসে যেভাবে খেললাম আমরা, এমন একটা টুর্নামেন্ট জেতায় দলের সকলের আত্মবিশ্বাস বাড়বে। যদিও এই টুর্নামেন্টে আমরা দেখেছি…’ ব্যস এই কটা কথা বলার পরই তিনি বাজি ফাটার আওয়াজ শুনতে পান। তাই তিনি প্রেস কনফারেন্সে নিজের কথা থামিয়ে দিয়ে হাসতে হাসতে বলতে থাকেন, ‘বিশ্বকাপ জেতার পর এই সব ফাটাবে।’ রোহিতের এই কথা শুনে প্রেস কনফারেন্স রুমে থাকা সকলে হেসে ওঠেন। ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে। রোহিত শর্মাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিার বিরুদ্ধে। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের আগে অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে খেলবে ভারত। এই সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই হবে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এরপর ২৪ সেপ্টেম্বর হোলকার স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। ২৭ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ রয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।