একই গ্রুপে না থাকায় এ বারের লিগে এখনও কলকাতা ডার্বি দেখা যায়নি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ভিন্ন গ্রুপে ছিল। সুপার সিক্সে হবে কলকাতা ডার্বি। তার আগে মিনি ডার্বি দেখা গেল। কল্যাণী স্টেডিয়ামে এ দিন গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান স্পোর্টিং ক্লাব। রুদ্ধশ্বাস একটা ম্যাচ। শেষ অবধি অমীমাংসিতই থাকল মিনি ডার্বি। এ বারের কলকাতা লিগে অন্যতম ধারাবাহিক দল মহমেডান স্পোর্টিং। একের পর এক ভালো পারফর্ম করেছে তারা। অন্যদিকে, লিগে মোহনবাগানের শুরুটা দুর্দান্ত হয়েছিল। লিগ যত এগিয়েছে মোহনবাগানের পারফরম্যান্সে অবনতি হয়েছে। আলাদা করে বলতে হয় রক্ষণ ভাগের কথা। প্রতি ম্যাচেই চিন্তায় রেখেছে সবুজ মেরুনকে। মিনি ডার্বিতে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। গোল করেন রেমসাঙ্গা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুনের আক্রমণ ভাগ মরিয়া চেষ্টা করে। ঘুরেও দাঁড়ায় তারা। ৫৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে সমতা ফেরায় সবুজ মেরুন। ৮০ মিনিটে টাইসন সিংয়ের গোলে লিডও নেয়। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট যেন সময়ের অপেক্ষা। অ্যাডেড টাইমে মোহনবাগানের জয়ের আশায় জল ঢেলে দেন শেখ ফৈয়াজ। ৯০+৭ মিনিটে তাঁর গোলেই স্কোর ২-২ করে মহমেডান স্পোর্টিং। শেষ মুহূর্তে গোল খাওয়ায় ড্র করেও হতাশ মোহনবাগান শিবির।