বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বিশ্বকর্মা পুজোর আনন্দ

গত কয়েকদিন ধরে নাছোড় বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে পুজোর বাদ্যি বেজেই গেল। আগামী সোমবার বিশ্বকর্মাপুজো। এরপরই গণেশপুজো। আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টি হবে বিশ্বকর্মা পুজোর দিন। মূলত নিম্নচাপের জেরেই এমন আবহাওয়ার রূপ বদল। নিম্নচাপের অবস্থান এখন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি। জামশেদপুর হয়ে নিম্নচাপ অক্ষরেখাটি বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। এর ফলে বেশি বৃষ্টি হবে ওড়িশায়। বাংলায় নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে বৃষ্টি থেকে এখনই মুক্তির সম্ভাবনা কম। এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষায় বৃষ্টির ঘাটতির পরিমাণ ২৪ শতাংশ। কলকাতার ক্ষেত্রেও ২৪ শতাংশের ঘাটতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটি স্বাভাবিকের কাছাকাছি। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহওয়া দফতর সূত্রে এও জানানো হয়েছে, যে নিম্নচাপ তৈরি হয়েছিল সম্প্রতি, তা এখন ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আগামী দু’দিনে এটা সরে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। এর প্রভাবে ১৪ সেপ্টেম্বরের পর ১৫ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে। উপকূলের কাছাকাছি জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক ভাবে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ এবং ১৭ তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ১৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টিপাত বাড়বে। চলবে ২০ তারিখ পর্যন্ত। চবে উত্তরবঙ্গেও এই সময়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =