টানা টালবাহানার পর এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছে ভারতীয় ফুটবল দল। তারপরও জলঘোলা চলছিল। স্কোয়াড কী হবে, এই নিয়ে নানা জল্পনা। এশিয়ান গেমসের সময় চলবে ইন্ডিয়ান সুপার লিগও। এশিয়ান গেমস ফুটবল ফিফার আওতায় পড়ছে না। ফলে ক্লাবগুলি প্লেয়ার ছাড়তে বাধ্য নয়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অনুরোধ করেছিল ক্লাবগুলিকে। এশিয়ান গেমস ফুটবল অনূর্ধ্ব ২৩ দলেও তিনজন ২৩ উর্ধ্ব প্লেয়ারকে রাখা যায়। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুকে এই টিমে দেখা যেত। কিন্তু এই তিনজনের কাউকেই পাওয়া যাবে কিনা, এই নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিল ফেডারেশন। অবশেষে জট কিছুটা কাটল। তিনজনের মধ্যে পাওয়া গেল শুধু মাত্র সুনীল ছেত্রীকে। তাঁকে রেখেই এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের রিভাইসড স্কোয়াড ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসের উদ্বোধন ২৩ সেপ্টেম্বর। তবে দলগত খেলাগুলি আগেই শুরু হয়ে যাবে। ১৯ সেপ্টেম্বর ভারতীয় পুরুষ ফুটবল দল। ফুটবলারদের ছাড়ায় ক্লাবগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে কল্যাণ চৌবে বলেন, ‘ঘরোয়া ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে টানা ক্রীড়াসূচি। ভারতের সিনিয়র দল বেশ কিছু টুর্নামেন্ট খেলছে। এরপর এশিয়ান গেমস, মারডেকা কাপ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এবং এএফসি এশিয়ান কাপও রয়েছে। ক্লাবেরও নানা টুর্নামেন্ট রয়েছে। অল্প সময়ের মধ্যে এতকিছু ম্যানেজ করা সহজ ছিল না। এফএসডিএল-এর সঙ্গে আলোচনার পর একটা সমাধান সূত্র বেরিয়েছে। ওদের ধন্যবাদ। দীর্ঘ ৯ বছর পর এশিয়ান গেমসে খেলবে ভারতীয় পুুরুষ ফুটবল দল। এই সুযোগ করে দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রককেও ধন্যবাদ।’ যদিও কোচ হিসেবে কে যাচ্ছেন, ফেডারেশন তা পরিষ্কার করেনি। ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াড- গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, অমরজিৎ সিং, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবে অঞ্জুকন্দন, আয়ুষ ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিনসি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরত সিং, অনিকেত যাদব।