চোটে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরাট ব্যবধানে হারের ক্ষত এখনও শুকোয়নি। এরই মাঝে পাকিস্তানের চিন্তা বাড়ল। গ্রিন আর্মির নেতা বাবর আজমের মাথাব্যাথা বাড়ার কারণ, দলের দুই তারকা ক্রিকেটারের চোট। পাক পেস ত্রয়ী শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ চলতি এশিয়া কাপে দারুণ পারফর্ম করছিলেন। কিন্তু এই পেস ত্রয়ীর ২জন চোট পেয়েছেন। তাঁরা হলেন – নাসিম শাহ এবং হ্যারিস রউফ । এই দুই ক্রিকেটার এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন। যার ফলে বাকি এশিয়া কাপে এই দু’জন অনিশ্চিত হয়ে পড়েছেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অবশ্য তড়িঘড়ি দুই প্লেয়ারকে ব্যাক আপ হিসেবে ডেকেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নজর দিয়েছিল বৃষ্টি। তাই এই ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। সেখানে জোড়া সেঞ্চুরি করেন বিরাট কোহলি, লোকেশ রাহুল। কিন্তু রিজার্ভ ডেতে (১১ সেপ্টেম্বর) ম্যাচের আগে পাকিস্তানের বোলিং কোচ জানিয়ে দেন, সে দিন একটি বলও করবেন না হ্যারিস রউফ। সাবধানতা অবলম্বন করে তাঁকে বল করতে দেওয়া হয়নি। পাকিস্তান ক্রিকেট টিম এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অল্প চোট পেয়েছেন হ্যারিস রউফ এবং নাসিম শাহ। শাহনওয়াজ দাহানি ও জামান খানকে ব্যাক আপ প্লেয়ার হিসেবে শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হয়েছে। নাসিম শাহ ও হ্যারিস রউফের অল্প চোট থাকার কারণে, বিশ্বকাপের আগে তাঁদের খেলিয়ে ঝুঁকি নিতে চায় না পাক ক্রিকেট বোর্ড। অক্টোবর মাসে ওডিআই বিশ্বকাপ। দলের তারকা ক্রিকেটারদের চোটের সঙ্গে তাই কোনওরকম আপস করতে চায় না পিসিবি। তাই পাকিস্তান তাদের বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েক দিন হ্যারিস ও নাসিম পাক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন। শুধু তাই নয়, যদি নাসিম বা হ্যারিসকে আগামী সাত দিনের জন্য বাদ দেওয়া হয়, তবে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে তাঁদের বদলি হিসেবে শাহনওয়াজ ও জামানকে খেলানোর অনুরোধ করবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =