প্রাক্তন পর্ষদ সভাপতি মানিকের স্কুলের সন্ধান পেলেন ইডি-র আধিকারিকেরা

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও স্কুলের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই দাবি করলেন ইডি-র আইনজীবী। আর এই স্কুল ১০০ বছরের পুরনো। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।

এদিকে মানিক ভট্টাচার্যকে আদালতে আনার অনুমতি চান তাঁর আইনজীবী। উল্লেখ্য, হাইকোর্টে শুনানির ক্ষেত্রে কখনই কোনও আসামীকে নিয়ে আসা হয় না। এদিন মানিকের আইনজীবী আদালতে আবেদন করেন, জামিন মামলায় তাঁর মক্কেলকে আদালতে আসার অনুমতি দেওয়া হোক। । বিচারপতি জানান, প্রয়োজনে সে বিষয়ে ভাবা হবে, আপাতত প্রয়োজন নেই।

বিচারপতি ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘গত শুনানিতে দু’সপ্তাহ সময় চাইলেন, কী করেছেন?’ এরই উত্তরে ইডির আইনজীবী জানান, ‘আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধন পাওয়া গিয়েছে।’ যদিও তখন মানিকের আইনজীবীর দাবি, সেটি ১০০ বছরের পুরনো স্কুল। সে সময়ে বিচারপতি মানিকের আইনজীবীকে থামিয়ে দেন। বিচারপতি বলেন, ‘যা যা তদন্তে উঠে এসেছে, সব কিছুকে সামনে নিয়ে আসতে হবে।’

প্রসঙ্গত, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ সন্ধান পান তদন্তকারীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রীর নামে পিংলার খিরিন্দা মৌজায় সাড়ে তিন একর জমিতে ইংরাজি মাধ্যম সেই স্কুল রয়েছে। তদন্তে জানা যায়, পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য তাঁর মামার থেকে জমি লিজ নিয়ে এই স্কুল করেছিলেন। সেই স্কুলে পার্থ নিজেই দু’বার গিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে সেই স্কুল নিয়ে বহ তথ্য সামনে আসে। আর তা নিয়ে কম চর্চা হয়নি। এবার মানিকেরও সেরকম একটি স্কুলের সন্ধান মিলেছে বলে ইডি তদন্তকারীরা দাবি করেন। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের নামে মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে রিপোর্ট পেশ করবে সিবিআই। তদন্তকারীদের দাবি, সেই রিপোর্টে পার্থর নামে আরও অজানা বহু তথ্য সামনে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =