নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: নিজের বাড়িতেই এক আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানার খড়খড়ি গ্রামে। আজ সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে বাড়ির বাথরুম থেকে ওই আইসিডিএস কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম অপর্ণা কুন্ডু। স্থানীয়দের দাবি, বাড়িতে চুরি করতে আসা চোরকে চিনে ফেলাতেই ওই আইসিডিএস কর্মীকে খুন করে ফেলা হয়েছে।
জানা গিয়েছে, স্বামী অনেকদিন আগে মারা গিয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনিও শ্বশুরবাড়িতে থাকেন। এমতাবস্থায় বাঁকুড়ার খড়খড়ি গ্রামে নিজের বাড়িতে একাই থাকতেন স্থানীয় লেউকিডাঙা গ্রামের আইসিডিএস কেন্দ্রের কর্মী অপর্ণা কুন্ডু। অপর্ণার মা থাকতেন গ্রামেই থাকা অন্য মেয়ের কাছে। আজ সকালে অপর্ণা বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় মায়ের। পরে মায়ের ডাকে প্রতিবেশীরা অপর্ণার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তিনি বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তালডাংরা থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
স্থানীয়দের দাবি, অপর্ণার বাড়ির জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। তাতেই সন্দেহ গতকাল রাতে ওই বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। চুরি করার সময় অপর্ণা সম্ভবত কোনও চোরকে চিনে ফেলেছিলেন। এই অবস্থায় ধরা পড়ার ভয়ে দষকৃতীরা অপর্ণাকে খুন করে বাথরুমে ফেলে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবিতে সরব হয়েছেন মৃতার আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।