জি-২০ বৈঠকের নৈশভোজে যোগ দিতে আজই দিল্লিতে মমতা

রাষ্ট্রপতির আমন্ত্রণে জি-২০ বৈঠকের নৈশভোজে যোগ দিতে শুক্রবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নৈশভোজ। প্রথমে শনিবার দিল্লি যাওয়ার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জি-২০ বৈঠকের কারণে দিল্লির আকাশে বিমান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। তাই সূচি বদলে শুক্রবারই রওনা দিচ্ছেন মমতা।

জি-২০ বৈঠকে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =