শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন আদালতের

‘শুভেন্দু যখন আপনাদের সঙ্গে ছিলেন, তখন কি কোনও অপরাধ করেননি? দলবদলের পরেই এতগুলি অপরাধ?’ বিরোধী দলনেতার রক্ষাকবচ সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন বুধবার তুলতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তকে। প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন মাত্র একটি অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ওঠে ২৭টি অভিযোগ। এরই রেশ টেনে রাজ্যকে এদিন এ বিষয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় আদালতে। জবাবে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্য দাবি করা হয়, হতে পারে দলবদলের আগে শৃঙ্খলাপরায়ণ ছিলেন শুভেন্দু অধিকারী।

বুধবার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্নের উত্তরে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হয়ত সেই সময় তিনি শৃঙ্খলাপরায়ণ ছিলেন। কেউ আজ অপরাধ করছেন না মানে কাল করবেন না, তার তো কোনও মানে নেই।’ এ কথা শুনে বিচারপতি বলেন, ‘এটাও হতে পারে যে আপনারা তাঁকে আড়াল করছিলেন।’

এরপরই শুভেন্দুর বিরুদ্ধে আনা অভিযোগের পরিসংখ্যান উল্লেখ করে বিচারপতি রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে এও বলেন, ‘এই পরিসংখ্যান কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে।’ এদিকে রাজ্যের তরফে যুক্তি ছিল, কেউ বিরোধী শিবিরে চলে গিয়েছেন মানেই এই নয় যে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। পাশাপাশি রাজ্যের তরফ থেকে এও জানানো হয়, শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসেবে পাঁচটি পৃথক জায়গায় গিয়ে পাঁচবার গন্ডগোল করেন, তাহলে তো পদক্ষেপ করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 16 =