রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ, মেরামতির আশ্বাস প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দীর্ঘদিন ধরে একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল হয়ে পড়েছে৷ যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের এবং তারই প্রতিবাদে পাত্রসায়ের ব্লকের মুষরো গ্রামে গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তা সাড়াইয়ের কাজে হাত লাগালেন পাশাপাশি রাস্তার ওপর ধানের চারা পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখালেন।
গ্রামবাসীদের দাবি, পাত্রসায়ের ব্লকের ডান্না থেকে ফকিরডাঙা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা থানাখন্দে ভরে গিয়েছে৷ একপ্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। যাতায়াতের ক্ষেত্রে প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ। প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। মুষরো, ডান্না, ফকিরডাঙা সহ সাত থেকে আটটি গ্রামের মানুষকে বিষ্ণুপুর হাসপাতাল, বাঁকুড়া সদর হাসপাতাল পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে এই রাস্তাই একমাত্র ভরসা। সিপিএম সরকার থাকাকালীন এই রাস্তার সংস্কার হয়েছিল৷
অভিযোগ, বর্তমানে ১০ থেকে ১২ বছর কোনও রকম সংস্কার হয়নি এই রাস্তা, স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন। তাঁদের দাবি, সরকার অবিলম্বে তাঁদের এই ভগ্নপ্রায় চলার জন্য রাস্তা কংক্রিটের করুক। পাত্রসায়ের ব্লকের জয়েন্ট বিডিও অরুণ মান্না জানান, ওই রাস্তাটার প্রপোজাল ইতিমধ্যেই জেলায় পাঠানো হয়েছে, সেখান থেকে রাজ্যে পাঠানো হয়েছে, কাজটি অনুমোদন হলেই এলাকার সমস্যার সমাধান হবে৷ মানুষ সুরাহা পাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =