নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: অনেক টালবাহানার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য কাজে যুক্ত হলেন সোমবার।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই বিষয়ে রাজভবনে বিভিন্ন সময় বাগবিতণ্ডা লক্ষ্য করেছেন রাজ্যবাসী। দীর্ঘ টালবাহনার পর অবশেষে উপাচার্য পেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়ে এলেন গৌতম চন্দ্র। নতুন উপাচার্য পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিßT্রার সুজিত চৌধুরী এবং সকল অধ্যাপক অধ্যাপিকারা ছুটে যান নতুন উপাচার্যকে সংবর্ধনা জানাতে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে নতুন উপাচার্য গৌতম চন্দ্র বলেন, ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার পরিবার। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়ানো থেকে শুরু করে গবেষণা, দীর্ঘ ৩৮ বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে আমার। আমি আশা করব সকল আধিকারিক এবং অধ্যাপক-অধ্যাপিকারা একসঙ্গে মিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সকলেই কাজ করবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব সবাইকে একসঙ্গে নিয়ে সমাধান করার চেষ্টা করব।’ আলোচনা করে সকলের মতামত নিয়ে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ, সার্বিক উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুবিধা সমস্ত বিষয়ের ওপর নজর দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য।