সাফাই কর্মীদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভের নিদান বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে ধরনা দেওয়ার নিদান দিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি৷
উল্লেখ্য, সোনামুখী পুরসভায় বিগত পাঁচ মাস ধরে কোনও বেতন পাননি অস্থায়ী সাফাই কর্মীরা৷ সাত মাস ধরে পেনশন পাননি পেনশন হোল্ডাররা। এমতবস্থায় সাফাই কর্মী এবং পেনশন হোল্ডাররা পুরসভার গেট বন্ধ করে ৫ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন৷ এবার পুরসভার পাশে বিজেপির পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সাফাই কর্মী এবং পেনশন হোল্ডারদের উদ্দেশ্যে বলেন পুরসভার সামনে ধরনা নয়, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখানোর নিদান দিলেন৷ এদিন বিধায়ক বক্তব্য রাখতে সমস্ত তৃণমূল এবং সিপিএম নেতাদের একমঞ্চে বসতে হবে৷ এই সমস্ত দোকলাবাজ নেতাদের, মিথ্যাবাদী কমরেডদের ঝাঁটা দিয়ে আচ্ছা করে দেওয়ার কথাও বলেন তিনি।
বিধায়কের এই মন্তব্যে সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘জেলা পরিষদে হেরে বিধায়ক ক্ষ্যাপা কুকুর হয়ে গিয়েছেন৷’ তবে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি৷ আর কমরেডদের আক্রমণ প্রসঙ্গে সিপিএম বাঁকুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ চক্রবর্তী বলেন, ‘দিবাকরের কাছে এর থেকে বেশি আশা করে লাভ নেই৷ ভারতবর্ষে যখন বিজেপি বিরোধী সমস্ত শক্তি একজোট হচ্ছে, তখন নরেন্দ্র মোদি বলছেন, এটা একটা জঙ্গি সংগঠন৷ দেশের একটা রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতাকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করছেন, এই তো কালচার বিজেপির৷ দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে যদি এই কথা বেরিয়ে আসে, তবে দিবাকরের কাছ থেকে আর কি আশা করা যায়।’
প্রসঙ্গত, দিবাকরবাবু পুরসভারই অচলাবস্থা নিয়ে এর আগের বার বলেছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে আবর্জনা ফেলতে৷
একই মঞ্চ থেকে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে বুলডোজার বাবার প্রয়োজন৷’ বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘বিজেপির রাজনীতিটাই ধ্বংসাত্মক রাজনীতি৷ ভাঙার রাজনীতি, গড়তে এরা জানে না৷ ওরা সব সময় হিংসাত্মক রাজনীতি করে ওরা ধ্বংসের পক্ষেই কথা বলে৷ বুলডোজারের কথা বিজেপি সাংসদ, বিজেপি বিধায়কের মুখেই মানায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =