এবার ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় আর মাধবনের ছেলে বেদান্ত জিতে নিল রুপোর পদক

আর মাধবনের (R Madhvan) ১৬ বছরের ছেলে বেদান্ত সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার জিতল। এবার ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় বেদান্ত জিতে নিল রুপোর পদক। এর আগেও আন্তর্জাতিক স্তরে পদক জিতেছে মাধবনপুত্র।

এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছিল বেদান্ত মাধবন। ছেলের প্র্যাকটিস যাতে বন্ধ না হয়, সেই কারণেই স্ত্রী সরিতা ও বেদান্তকে নিয়ে দুবাইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মাধবন।

কয়েক মাস আগে নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে মাধবন অভিনীত ‘ডিকাপলড’। আরও কিছু কাজ রয়েছে তাঁর হাতে। তবে ছেলের জন্য নিজের কেরিয়ার অনায়াসে ছেড়ে দিতে পারেন বলেই জানিয়েছেন মাধবন।

মাধবন সোশ্যাল মিডিয়া এই খবর জানিয়ে লিখলেন, ‘আমাদের সবার আর্শীবাদ রইল। ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে।’ এই ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে ভারতেরই সজন প্রকাশ। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন মাধবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =