দুরন্ত গতিতে ছুটছে মহমেডান স্পোর্টিং। এ মরসুমের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে নবম ম্যাচ খেলল সাদা-কালো ব্রিগেড। এখনও পর্যন্ত মাত্র একটি হার। সেটি হয়েছিল ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। এর পর আর রোখা যায়নি মহমেডান স্পোর্টিংকে। এ দিন কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে সাময়িক চাপে পড়লেও দুরন্ত জয় ছিনিয়ে নিল মহমেডান স্পোর্টিং। শুধু তাই নয় নয় ম্যাচে অষ্টম জয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে মহমেডান। এ দিন কালীঘাট মিলন সঙ্ঘকে ৩-২ ব্যবধানে হারাল মহমেডান স্পোর্টিং। গত ম্যাচে কার্ড সমস্যায় ছিলেন না মরসুমে মহমেডানের সর্বাধিক স্কোরার ডেভিড লালহানসাঙ্গা। কার্ড সমস্যা কাটিয়ে ফিরেছিলেন ডেভিড। ছন্দ বজায় রাখলেন। যদিও ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কালীঘাট এমএস। গোল করেন ২০ নম্বর জার্সির অসিত হেমব্রম। গত ম্যাচে ডেভিডের অনুপস্থিতিতে মহমেডানের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা অভিজিৎ সরকার। এ দিন পিছিয়ে পড়ার ৬ মিনিটের মধ্যেই সমতা ফেরান সেই অভিজিৎ সরকার। তবে ম্যাচের অন্যতম সেরা গোল করলেন ডেভিড। ম্যাচের ২৬ মিনিট। তিন জন ডিফেন্ডার সঙ্গে থাকলেও চাপে দেখায়নি ডেভিড। বল পা ছাড়া করেননি। দুরন্ত গতিতে এগিয়ে যান ডেভিড। বাঁ পায়ের জোরালো শটে গোল। ২-১ গোলে এগিয়ে যায় মহমেডান। প্রথমার্ধের শেষ মুহূর্তে চিপ শটে ডেভিডের আরও একটা গোল। ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় মহমেডান। এরপরও একের পর এক সুযোগ তৈরি করে মহমেডান স্পোর্টিং। যদিও সংখ্যা বাড়ছিল না। ৩-১ গোলে এগিয়ে থাকায় কিছুটা যেন আত্মতুষ্টিও ঘিরে ধরে। ৮১ মিনিটে তারই সুযোগ নেয় কালীঘাট। আরও একটি গোল করে মহমেডানে চাপ বাড়ায়। এই গোলটি করেন সুরজিৎ হালদার। তবে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের দৌড়ে পথ মসৃণ মহমেডানের।