ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে জুটিতে জোড়া সাফল্য ভারতের

সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে সফল জুটি সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির। একের পর এক পদক জিতে চলেছে তারা। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অনবদ্য ছন্দে। যেন প্রত্যাশিতই। প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এই ভারতীয় জুটি। কোপেনহেগেনে অস্ট্রেলিয়ার কেনেথ জি হুই চো-মিং চুয়েন লিম জুটিকে স্ট্রেট গেমে হারান সাত্বিকরা। তাদের সাফল্যের আনন্দ বাড়ল, মেয়েদের ডাবলসেও অনবদ্য পারফরম্যান্স তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গত কয়েকটি টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফর্ম করেছে ভারতের এই জুটি। স্বাভাবিক ভাবেই পদকের রং বদলের দিকেই নজর থাকবে সাত্বিকদের। অজি জুটির বিরুদ্ধে মাত্র ৩০ মিনিটেই জয় সাত্বিকদের। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২১-৯। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। শুধু তাই নয়, এ মরসুমে ইতিমধ্যেই চারটি টুর্নামেন্টে সেরার পুরস্কার এই ভারতীয় জুটির দখলে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার দশম বাছাই ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো-ড্যানিয়েল মার্টিন জুটির বিরুদ্ধে খেলবেন সাত্বিকরা। অন্য দিকে, বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা গায়ত্রী-তৃষা জুটি ৩৮ মিনিটের লড়াইয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে গত দু-বারই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল এই জুটি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রি-কোয়ার্টারের পথে চ্যাং-ইয়াং জুটিকে ২১-১৮, ২১-১০ ব্যবধানে হারান গায়ত্রীরা। প্রথম রাউন্ডে বাই পেয়েছিল ভারতীয় জুটি। পরের রাউন্ডে চিনের চেন কিং চেন-জিয়া ই ফান জুটির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামবেন তৃষারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =