স্কুলের ডিজিটাল ক্লাসরুমে উৎক্ষেপণ-অবতরণের জটিল বিজ্ঞান বোঝালেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: চাঁদের বুকে নামল চন্দ্রযান ৩। ইতিহাস সৃষ্টি হল পৃথিবীর বুকে। চাঁদমামা আজ কার্যত পৌঁছে গেল প্রত্যেক ভারতবাসীর ঘরে। চন্দ্রযান ৩-র সফল অবতরণ নিয়ে যখন উচ্ছ্বসিত দেশের বিভিন্ন প্রান্ত, ঠিক সেই সময় বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের খুদেদের ডিজিটাল বোর্ডে হাতেকলমে শিক্ষকরা বুঝিয়ে দিলেন চন্দ্রযানের উৎক্ষেপণ থেকে অবতরণের জটিল বিজ্ঞান।
এদিন চন্দ্রযানের অবতরণের সময় যত এগিয়ে আসছিল, ততই উচ্ছ্বাস আর উন্মাদনা যেন গ্রাস করছিল দেশবাসীকে। নতুন এক ইতিহাস তৈরির মাহেন্দ্রক্ষণের মুখে দাঁড়িয়ে গোটা দেশ তখন আনন্দে ভাসছে। চন্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের অপেক্ষায় কাউন্টডাউন চলছিল দেশজুড়ে, দেশের কোণায় কোণায় সাফল্য কামনায় চলছিল পুজো অর্চনা, যাগযজ্ঞ। সারা দেশ যখন এসবে মাতোয়ারা, ঠিক সেই সময় বাঁকুড়ার প্রত্যন্ত রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুমে রকেট সায়েন্সের জটিল সূত্র সরল করে হাতেকলমে খুদে পড়ুয়াদের বুঝিয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকারা। মহাকাশ গবেষণার এমন জটিল রহস্য হাতেকলমে বুঝতে পেরে উচ্ছ্বসিত স্কুলের পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =