দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। টুইট করে এই সুখবর জানিয়েছেন প্রজ্ঞার গর্বিত মেন্টর বিশ্বনাথন আনন্দ। ফাইনালে ওঠার পথে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় চেস খেলোয়াড়। ধাপে ধাপে কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াইয়ের পর ফাইনালে উঠেছেন। তবে বিশ্বকাপে শেষ হাসি হাসতে হলে এই টিনএজার দাবাড়ুকে মোকাবিলা করতে হবে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে ভারতের দাবার জগতের উঠতি প্রতিভা। অতীতে কার্লসেনকে হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছেন টিনএজার প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে তাঁকে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলেন প্রজ্ঞানন্দ। মেন্টরের দেখানো পথ অনুসরণ করে ফাইনালেও পা রাখলেন তিনি। প্রজ্ঞার ফাইনালে ওঠার পথ মোটেও সহজ ছিল না। দু ম্যাচের ক্লাসিকাল সিরিজ ১-১ সমতায় শেষ করেন প্রজ্ঞানন্দ। এরপর রোমাঞ্চকর টাইব্রেকারে আমেরিকার অভিজ্ঞ দাবাড়ু কারুয়ানার বিরুদ্ধে বাজিমাত করেছেন। এক্সে প্রজ্ঞানন্দ বনাম কারুয়ানা ম্যাচের আপডেট দিয়ে যাচ্ছিলেন বিশ্বনাথন আনন্দ। শেষ টুইটে সুখবর দিয়ে আনন্দ লেখেন, “প্রাগ ফাইনালে পৌঁছে গিয়েছে। টাইব্রেকে ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়েছে। এবার সামনে ম্যাগনাস কার্লসেন। কী দারুণ পারফরম্যান্স।” মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে গিয়েছিলেন চেন্নাইয়ের কিশোর প্রজ্ঞানন্দ। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন তিনি। এরপর ১৬ বছর বয়সে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে আলোড়ন ফেলে দেন। ভারতীয়দের মধ্যে কার্লসেনকে হারানোর কৃতিত্ব রয়েছে যে তিনজনের তাঁদের মধ্যে একজন প্রজ্ঞানন্দ। বাকি দু’জন হলেন বিশ্বনাথন আনন্দ এবং পেন্টালা হরিকৃষ্ণ।