আল নাসেরকে আরব কাপ চ্যাম্পিয়ন করে টগবগ করে ফুটছিলেন ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদির ক্লাবটির হয়ে প্রথম খেতাব জয়ের পর এ বার সৌদি প্রো লিগের দ্বিতীয় মরসুম খেলতে নেমেছেন। লিগের প্রথম ম্যাচে ছিলেন না তিনি। ভারতীয় সময় শুক্রবার মাঝরাতে সৌদি লিগে দ্বিতীয় ম্যাচে নামে আল নাসের। প্রতিপক্ষ ছিল আল তাওউন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানেদের উপস্থিতিও আল নাসেরের হার বাঁচাতে পারল না। ম্যাচটি ২ গোলে হেরে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রথমেই পিছিয়ে পড়েছিল আল নাসের। বৃষ্টিভেজা ম্যাচে আল নাসের সমর্থকদের বিশ্বাস ছিল শেষমেশ রোনাল্ডো জিতিয়ে মাঠ ছাড়বেন। দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেছিলেন ক্রিশ্চিয়ানো। কিন্তু তাঁর বুলেট গতিতে নেওয়া শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। মহাতারকার মাথায় হাত। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাথায় হাত পড়েছে আল নাসের সমর্থকদেরও। ম্যাচ শুরুর প্রথম ৭ মিনিটে গোল পেতে পারতেন রোনাল্ডো। তখন প্রচেষ্টা সফল হয়নি। উল্টে ২০ মিনিটে আল তাওউন গোল করে এগিয়ে যায়। লিয়ান্দ্রে তাওয়াম্বার গোলে রোনাল্ডোরা প্রথমেই পিছিয়ে পড়েন। প্রথমার্ধের বাকি সময়ে দলকে সমতা ফেরানোর মতো তাগিদ দেখা যায়নি রোনাল্ডোদের মধ্যে। বিরতি পর খেলায় প্রবলভাবে ফিরে আসার চেষ্টা দেখা গিয়েছে আল নাসেরকে। একের পর আক্রমণেও অবশ্য ব্যর্থ হচ্ছিল দলটি। ম্যাচের নির্ধারিত সময় গড়িয়ে গেলেও সমতায় ফিরতে পারেনি আল নাসের। সংযুক্তি সময়ে রোনাল্ডোর শট গোলপোস্টে লেগে ফিরে আসে। শেষমুহূর্তে দলকে সমতায় ফেরানোর সুযোগ কাজে না লাগাতে পেরে মাঠেই মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। আফসোসের শেষ এখানেই নয়। রোনাল্ডো গোল করতে না পারলেও শেষ মুহূর্তে আল নাসেরকে দ্বিতীয় ধাক্কা দেয় তাওউন। পরিবর্ত হিসেবে নামা আহমেদ সালাহ বুহসাইনের গোল করে যান। ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে গিয়েছে আল নাসের। সৌদি প্রো লিগে জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেন রোনাল্ডোরা।