নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বিশ্ব উষ্ণায়ন রুখতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করার বার্তা নিয়ে হুগলির ধনেয়াখালি থেকে গলায় প্ল্যাকার্ড পোস্টার ঝুলিয়ে পায়ে হেঁটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হুগলির ধনেয়াখালির বাসিন্দা অরিন্দম দাস।
শনিবার দুপুরে তিনি পানাগড় বাজারে এসে পৌঁছন। তিনি জানিয়েছেন, শনিবার ছিল তাঁর পঞ্চম দিন। প্রায় ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে তিনি পৌঁছনোর চেষ্টা করবেন। ‘হিংসা নয় চেষ্টা কর, গাছ বসিয়ে সবুজ ভারত গড়’ এই বার্তাকে সামনে রেখে গত ১৫ অগস্ট হুগলির ধনেয়াখালি থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অরিন্দম দাস। প্রায় ১৬০০ কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটেই পাড়ি দেবেন বলে জানা গিয়েছে। রাস্তায় যে সমস্ত শহর ও গ্রাম পড়বে, সেখানে দাঁড়িয়ে সকলের কাছে তিনি নিজের নিজের এলাকায় গাছ বসানোর আবেদন করছেন। তিনি জানিয়েছেন, করোনার সময় সবাই বুঝতে পেরেছিল অক্সিজেনের কতটা প্রয়োজন। সেই কারণে গাছ যত বসানো হবে, ততই অক্সিজেনের মাত্রা বাড়বে। মানুষ ও জীবকূল বাঁচবে।