ইংল্যান্ড ক্রিকেটে এখন আলোচনায় বেন স্টোকস। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া তাঁর কাছে কঠিন মনে হয়েছিল। গত বছরই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। তবে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন, আশাবাদী ইংল্যান্ড বোর্ড। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দেখা যেতে পারে স্টোকসকে। ২০১৯ সালে অবশেষে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাউন্ডারি নিয়মে জিতে চ্যাম্পিয়ন হয় তারা। বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন। আরও এক বার ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বাকাপে দেখা যেতে পারে। আগামী আইপিএলে হয়তো নাও খেলতে পারেন চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডার। আইপিএলের ১৬তম সংস্করণে হাতে গোনা কিছু ম্যাচ খেলেছেন বেন স্টোকস। হাঁটুর চোট থাকায় একশো শতাংশ দিতে পারেননি। আইপিএলের পরই ছিল অ্যাসেজ সিরিজ। সে কারণেই ঝুঁকি নেননি চেন্নাই সুপার কিংসের এই তারকা অলরাউন্ডার। অথচ আইপিএলের গত সংস্করণ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছিল বেন স্টোকসকে। রেকর্ড পঞ্চম বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। তাতে অবশ্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি স্টোকস। আগামী বছরের আইপিএলে বেন স্টোকসকে পাওয়া নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্বকাপ এবং আইপিএলের মধ্যে কোনও একটা বেছে নেওয়ার দ্বন্দ্বও বলা যায়। অবসর ভেঙে ফেরাটা অসম্ভব নয়। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মইন আলি। যদিও এ বারের অ্যাসেজে অধিনায়ক স্টোকসের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন মইন আলি। জস বাটলার এবং ইংল্য়ান্ড বোর্ডের অনুরোধে বেন স্টোকসও বিশ্বকাপে খেলতে পারেন। সেক্ষেত্রে তাঁর অস্ত্রোপচার পিছিয়ে যাবে। বিশ্বকাপের পরই স্টোকসের অস্ত্রোপচার হবে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরসুমে সে কারণেই তাঁকে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। স্টোকস অবশ্য অবসর ভেঙে ওয়ান ডে বিশ্বকাপ খেলার বিষয়ে কিছু পরিষ্কার করেননি।