মার্কিন মুলুকে অনবদ্য ব্যাটিং, সমতা ফেরাল ভারত

প্রথম দু-ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছিল ভারত। ব্যাটাররা রানে ফিরতেই গত ম্যাচে জয়ে ফেরে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচ জিতে ২-০ এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের পর প্রথম বার ভারতকে টানা দুটি টি-টোয়েন্টিতে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিইয়ে রাখে ভারত। দুই টিম পাড়ি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের নজর ছিল সিরিজে সমতা ফেরানোয়, ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ে। প্রথমটিই হল। ব্যাটিং দাপটে সহজ জয় ভারতের। বোর্ডে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই তরুণ ওপেনারের দাপুটে ব্যাটিং। ৯ উইকেটের বিশাল জয়। ফ্লোরিডায় হাইস্কোরিং ম্যাচই দেখা যায়। এই ম্যাচে শুরুতে পরিস্থিতি অন্য ছিল। ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব এই ম্যাচেও অনবদ্য বোলিং করেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের অনবদ্য বোলিং। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্সকে ফেরান অর্শদীপ। নিকোলাস পুরানকে ফিরিয়ে ভারতকে অ্যাডভান্টেজ দেন কুলদীপ যাদব। পাওয়ার প্লে-র পর এই একই ওভারে অধিনায়ক রোভম্যান পাওয়েলকেও ফেরান কুলদীপ। গত তিন ম্যাচেই দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কোনও একজন ব্যাটার দলকে ঠিক লড়াকু স্কোরে পৌঁছে দিচ্ছেন। এই ম্যাচেও শেই হোপ ২৯ বলে ৪৫ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন। যদিও সেরা ইনিংসটি খেললেন শিমরন হেটমায়ার। মাত্র ৩৯ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং তিন এবং কুলদীপ ২ উইকেট নেন। শুভমনের শর্ট আর্ম জ্যাব শটে বাউন্ডারি নাকি যশস্বী জয়সওয়ালের রিভার্স স্লগ সুইপে ছয়! কোনটা সেরা শট, এই নিয়ে আলোচনা চলতে পারে। ১৭৯ রানের লক্ষ্য ছোট নয়। দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল সতর্ক শুরু করেন। এর পর শুধুই বোলারদের মস্তিষ্ক নিয়ে খেলা। দু-জনেই প্রায় একই সময়ে অর্ধশতরানও পূর্ণ করেন। কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই হাফসেঞ্চুরি যশস্বীর। দু-জনের মধ্যে যেন শট খেলার প্রতিদ্বন্দ্বিতা চলছিল। ১০ উইকেটে জয় যেন সময়ের অপেক্ষা। জয়ের দোরগোড়ায় ফিরলেন শুভমন। ৪৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস। শুভমনের আউটের সময় দলের প্রয়োজন ছিল আর ১৪ রান। যশস্বীর সঙ্গে ক্রিজে যোগ দেন তিলক ভার্মা। শেষ অবধি ৯ উইকেটের বিশাল জয়। ৮৪ রানে অপরাজিত যশস্বী। সিরিজে সমতা ফেরাল ভারত। রবিবার ‘ফাইনাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =