চিনে বন্যায় পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে, রাজধানী বেইজিংয়েই ৩৩ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। চীনে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪ঠা আগস্ট পর্যন্ত, শুধুমাত্র রাজধানী বেইজিংয়ে বন্যা ও ভূমিধসের ফলে ৩৩ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ভেসে যাওয়া ১৮ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর যুওঝোও-তে বন্যার জল কমতে শুরু করেছে। তবে স্থানীয় লোকজন বলছেন, বন্যার জল কমতে থাকায় অন্যান্য চ্যালেঞ্জও বাড়ছে।
এই বন্যায় ১.২৯ মিলিয়ন মানুষ গভারভাবে প্রভাবিত হয়েছেন বলে জানা গিয়েছে। ৫৯,০০০টি বাড়ি ধসে পড়েছে এবং ১৪৭,০০০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, হেবেই প্রদেশে ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।