তাণ্ডব চালানো ষাঁড়টিকে প্রশাসন অন্যত্র সরানোয় নিশিন্ত কালনাবাসী

নিজস্ব প্রতিবেদন, কালনা: কালনার বাসিন্দারা ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ বলে দাবি। এলাকাবাসীর আবেদনে মঙ্গলবার বিকেলে অবশেষে ষাঁড়টিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করল প্রশাসন। ঘটনাটি কালনা পুরসভার দু’ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাঙাপাড়া এলাকার ঘটনা।
একটি ষাঁড় বেশ কিছুদিন ধরে ধাক্কা মেরে এলাকায় বেশ কয়েকজনকে জখম করেছিল বলে দাবি। যাঁড়টির মাথা খারাপ বলেও দাবি এলাকাবাসীর। ষাঁড়ের তাণ্ডব থেকে মুক্তি পেতে এলাকার বাসিন্দারা পুরসভায় গিয়ে ষাঁড়টিকে ধরার জন্য আবেদন জানিয়েছিলেন। সেইমতো মঙ্গলবার বিকেলে কালনা দমকল বিভাগ, পুলিশ, মহকুমা প্রশাসন ও পুরসভার যৌথ উদ্যোগে দীর্ঘ প্রচেষ্টার পর ঘাতক ষাঁড়টিকে ধরা হয়।
কালনা পুরসভার উপ পুরপতি তপন পোড়েল জানিয়েছেন ,বেশ কিছুদিন ধরে ষাঁড়টি বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে। বেশ কিছু মানুষকে ধাক্কা মেরে জখম করেছে। সম্ভবত ষাঁড়টি পাগল হয়ে গিয়ে তাণ্ডব চালাচ্ছিল। এলাকার মানুষ ওই ষাঁড়টিকে ধরার জন্য আবেদন করে। সেইমতো উদ্যোগ নিয়ে ষাঁড়টিকে ধরে গয়েশপুরের একটি সেন্টারে পাঠানো হয়। ষাঁড়টিকে অন্যত্র সরানোয় হাঁফ ছেড়ে বেচেছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =