জয়ের ধারা বজায় রাখল ভারত। চেন্নাইতে চলছে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। চিনের বিরুদ্ধে ৭-২ এর বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে ১-১ ড্র। তবে রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এ দিন কোরিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ভারতের। প্রথম কোয়ার্টারে সুখজিতের অনবদ্য ড্রিবল এবং পাস। নীলকান্ত শর্মার জন্য বল সাজিয়ে দেন। চোটের জন্য দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন সুখজিত। ফেরার পর থেকে ধারাবাহিক ভালো খেলছেন। এই টুর্নামেন্টেও নজর কাড়ছেন। এ দিন যে ভাবে বল সাজিয়ে দেন, কোরিয়ান গোলকিপারের কাছে কোনও সুযোগই ছিল না। যদিও অস্বস্তি কয়েক মিনিটের ব্যবধানেই। প্রথম কোয়ার্টারেই গোল শোধ করে কোরিয়া। কোরিয়ান প্লেয়ারদের গতির কাছে সমস্যায় পড়ছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারেই ফের লিড নেন হরমনপ্রীতরা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। ২-১ এগিয়ে যায় ভারতীয় দল। কেরিয়ারের শততম ম্যাচে নামেন ভারতের গোলকিপার কিষাণ বাহাদুর পাঠক। বেশ কিছু অনবদ্য সেভ করেন মাইলফলকের ম্যাচে। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। যদিও গোলেই বল রাখতে পারেননি কোরিয়ান প্লেয়ার। ২-১ লিড ধরে রাখে ভারত। পরের মুভ থেকেই গোল ভারতের। গুরজন্ত- আকাশদীপ হয়ে বল মনদীপ সিংয়ের কাছে এবং গোল। ৩-১ এগিয়ে যায় ভারত। ভারতীয় শিবিরে ফের আতঙ্ক শেষ মুহূর্তে। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার পায় ভারত। তা থেকে গোল হয়নি। তবে পেনাল্টি পায় ভারত। কিন্তু লিড বাড়ানো যায়নি। অধিনায়ক হরমনপ্রীতের পেনাল্টি বাঁচিয়ে দেন কোরিয়ান গোলরক্ষক। ম্যাচ শেষের ৩ মিনিট আগে প্রবল ভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করে কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল শোধ করে কোরিয়া। ভারতের লিড কমে। স্কোর লাইন ভারতের পক্ষে ৩-২ হয়। লিড কম থাকায় বাকি সময় কোনওরকমে কাটিয়ে দেওয়াই যেন লক্ষ্য ছিল ভারতের। সেই লক্ষ্যে সফল। টুর্নামেন্টে অপরাজিত ভারত। ৪টির মধ্যে তিনটি জয় ও একটি ড্র। পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রাখল ভারত। বুধবার ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।