কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার বিরুদ্ধে, মণিপুরে আদিবাসীদের ওপর সংগঠিত অত্যাচার সহ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে একাধিক দাবি তুলে রাজ্যেজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের সিরকাবাদ গ্রামের সবজি বাজারের নিকটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন জেলার শ্রমিক নেতা উজ্জ্বল কুমার, আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত, সিরকাবাদ অঞ্চল সভাপতি নবকিশোর মাহাতো ও পঞ্চায়েত সমিতির সদস্য ত্রিলোচন মাঝি, জেলা পরিষদের সদস্যা পুষ্পলতা টুডু, তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী-সমর্থকরা। এদিনের কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সামনেই লোকসভার ভোট। লোকসভা ভোটের পূর্বে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। আগামী লোকসভা ভোটে ৪২টি আসনেই রাখবে তৃণমূল সরকার। আর তার জন্যই জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কোমর বেঁধে আন্দোলনে নেমে পড়েছেন।
পাশাপাশি এদিন ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জগদীশ মাহাতো তৃণমূল কংগ্রেস সহ সভাপতি শেখ সুলেমান সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =